দেশে ডিজেলের দাম বৃদ্ধির ফলে বাস ও মিনিবাসের ভাড়া সমন্বয় করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। যেখানে বলা হয়েছে, শুধু ডিজেল চালিত পরিবহণগুলোতেই অতিরিক্ত ভাড়া নিতে পারবে আর সিএনজি চালিত বাসগুলোতে আগের ভাড়াই বহাল থাকছে।
এমন সিদ্ধান্তের পরও সব ধরণের বাস অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে যাত্রীদের কাছ থেকে অভিযোগ উঠেছে। এছাড়াও বাস চালকরা সরকার নির্ধারিত ভাড়ার চেয়েও অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে অভিযোগ উঠেছে।
এছাড়া দেশব্যাপী নানা সমালোচনার মুখে সিএনজিচালিত বাস ও মিনিবাসে অতিরিক্ত ভাড়া বন্ধে এবার স্টিকার লাগিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেলে বিআরটিএ ভবনে অনুষ্ঠিত জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এমন পরিস্থিতিতে বাস ও মিনিবাসে অতিরিক্ত ভাড়া আদায়রোধে রাজধানীতে যৌথ অভিযান শুরু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), ঢাকা মহানগর পুলিশ, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন। আগামী বৃহস্পতিবার (১১ নভেম্বর) থেকে এ অভিযান পরিচালনা করা হবে।
বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার গণমাধ্যমকে বলেন, সিএনজিচালিত বাসে আমরা আলাদা স্টিকার লাগিয়ে দেব, যেন অভিযান চালাতে সমস্যা না হয়। সিএনজিচালিত বাস ও মিনিবাস চিহ্নিত করতে মালিকদের কাছে আমরা তথ্য চেয়েছি।
বিআরটিএ সূত্রে জানা গেছে, বাস ও মিনিবাসের মালিকদের কাছ থেকে তথ্য পাওয়ার পর অনুসন্ধানে নামবে বিআরটিএ। তারপর স্টিকার লাগানো হবে। এসব কার্যক্রম সম্পন্ন হবে দ্রুত।
ডিজেল কেরোসিনের দাম বাড়ায় মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে ডিজেলেচালিত বাসের ভাড়া বাড়িয়েছে বিআরটিএ। তবে সিএনজিচালিত বাস-মিনিবাসে নতুন ভাড়া কার্যকর হবে না।