চুয়াডাঙ্গা জেলা জুড়ে চলছে শৈত্যপ্রবাহ এবং গত ৩-৪
ঘন কুয়াশা আর হিমেল বাতাসে চুয়াডাঙ্গায় জনজীবন বিপর্যস্ত হয়েছে পড়েছে। এলাকার খেটে খাওয়া সাধারণ মানুষ জরুরি কোনো প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না। সন্ধ্যার আগেই সবাই ঘরে ফিরে আসছে। মঙ্গলবার ০৪ জানুয়ারি ২০২২ ইং সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস।
প্রচন্ড শীত থেকে বাঁচতে এলাকার হতদরিদ্র এবং খেটে খাওয়া সাধারন মানুষ আগুন জ্বালিয়ে উষ্ণতা নিচ্ছেন। ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে সড়কে চলাচল করছে ছোট-বড় সব ধরনের যানবহন।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, আকাশে মেঘ কেটে যাওয়ার পর চুয়াডাঙ্গায় সোমবার সন্ধ্যা থেকে হিমেল বাতাস বইতে শুরু করেছে। মঙ্গলবার ভোরে কুয়াশা আর হিমেল বাতাসের কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আরও কমতে পারে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সহকারী কর্মকর্তা সামাদুল হক বলেন, বেশ কয়েক দিন চুয়াডাঙ্গার আকাশ মেঘলা ছিল। ঘন কুয়াশা আর হিমেল বাতাস বইছে। আরো জানা তাপমাত্রা আরও হ্রাস পাবে এবং শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।