আগামী ০৮ মে, ২০২৪ তারিখে অনুষ্ঠিতব্য ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে জেলা আইন-শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত বিশেষ সভা গতকাল ০৫ মে, ২০২৪ তারিখে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘চাঁদের হাট’-এ অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ত্ব করেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আবু নাসের বেগ।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়। নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধি প্রতিপালনের উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। এছাড়া, যেকোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরী হলে উক্ত স্থানে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিশেষ নির্দেশনা প্রদান করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মো: মশিউদ্দৌলা রেজা, পিপিএম (বার), উপ-অধিনায়ক ৫৮ বিজিবি জনাব মেজর মাহমুদুল হাসান; কোম্পানী কমান্ডার, সিপিসি-২, র্যাব-৬ জনাব মেজর নাঈম আহম্মেদ; সকল উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ; জেলা নির্বাচন অফিসার জনাব মাসুদুর রহমান; জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ও ডিজিএফআইয়ের প্রতিনিধি, জেলা কমান্ড্যান্ট, আনসার ও ভিডিপি জনাব চন্দন দেবনাথ, অফিসার-ইন-চার্জ,সকল থানা; উপজেলা নির্বাচন অফিসার, সকল উপজেলা প্রমূখ।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন যে, আগামী ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সকল ধরনের অপচেষ্টা প্রতিরোধ করতে সকলের সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক। আইন-শৃঙ্খলা বাহিনীকে এ সময় সজাগ দৃষ্টি রাখতেও অনুরোধ করেন তিনি।
সভায় সকলেই অবাধ, সুষ্ঠ, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।