।লালমনিরহাট জেলা সদর গো কুন্ডু ইউনিয়ন এর রতিপুর এলাকায় অপহরণের ১৫ দিনেও উদ্ধার হয়নি এক কলেজ ছাত্রী শমরিয়া রানী (১৭ ) অপহৃত
ভিকটিম কে উদ্ধারের নেই কোন পুলিশের তৎপরতা পরিবার ও মানবাধিকার কর্মীদের অভিযোগে এই ঘটনার শুরু থেকেই পুলিশের আচারন রহস্যজনক অভিযোগে জানা যায়।
২৬ শে অক্টোবর রাইট আনুমানিক আটটার দিকে ভিকটিম তার ঠাকুরদা সুধাংশু বর্মনের বাড়ি থেকে নিজ বাড়ির পথে ফিরছিলেন। পথেই সুধীরের ভিটের কাছাকাছি পৌঁছালে অপহরণকারী রব্বানী (২৬) এর সহযোগী আপেলসহ কয়েকজন অজ্ঞাত নামা পরিচয় ব্যক্তি একটি মাইক্রোবাস এসে তার পথ রোধ করে এরপর জোরপূর্বক করে তাকে টেনে গাড়িতে তুলে নিয়ে মোস্তাফির দিকে।
পালিয়ে যায় এ ঘটনার প্রত্যক্ষ দুসি সুজন ও বলরাম অপহরণের দৃশ্য দেখে মেয়েটিকে রক্ষা চেষ্টা করলেও অভিযুক্তরা দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যান।
অপহরণের পর থেকে মেয়েটিকে সর্বাত্মক চেষ্টা করেও করেও কোন সাফল্য হয়নি।
নিরুপায় হয়ে মেয়ের বাবা স্বপন কুমার বর্মন বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় গত ২৮ শে অক্টোবর একটি লিখিত অভিযোগ দেন।
যাহার মামলার নং, ৬৪ ভিকটিমের মা বলেন, আমার মেয়ে চিন্তায় আমার স্বামী স্ত্রক করছেন।
জানিনা আমার মেয়ে জীবিত আছে কিনা মৃত আছে, পুলিশ কেন আমার মেয়েকে জীবিত উদ্ধার করছেন না।
আমার মেয়েকে ফিরিয়ে দিন যারা অপহরণ করেছে তাদেরকে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।
মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই ইমরান আলী বলেন, আমি ৫ দিনের ছুটিতে আছি অপহরণকারী বারবার স্থান পরিবর্তন করার কারণে ভিকটিমকে উদ্ধার করতে সময় লাগছে।
ডিবির সহযোগিতায় চেয়েছি তার পরিবার এখন পর্যন্ত কলেজ ছাত্রী উদ্ধার না হওয়ায় স্থানীয়দের আতঙ্ক সৃষ্টি হয়েছে। এলাকাবাসী জানান, অতি দূরত্ব আমার মেয়েকে ফিরিয়ে দিন।