ঐতিহ্য আর শৈল্পিক মহিমায় সেজে উঠছে মাগুরা!
বিশেষ প্রতিনিধি আশিষ কুমার সাহার তথ্য ভিডিও চিত্রে একটি ডেক্স রিপোর্ট
ঐতিহ্য ও শৈল্পিক মহিমায় সেজে উঠেছে মাগুরা। দেবী বোধনের মধ্য দিয়ে সোমবার (২৭ অক্টোবর) থেকে শুরু হয়েছে এশিয়া বিখ্যাত পাঁচ দিনব্যাপী শ্রী শ্রী কাত্যায়নী পুজা শেষ হবে ৩১ শে অক্টোবর। উৎসবকে কেন্দ্র করে পুরো শহরজুড়ে এখন সাজসাজ রব।
নজরকাড়া ডিজাইন ও শিল্পীর নিখুঁত ছোঁয়ায় তৈরি প্যান্ডেল ও মাতৃপ্রতিমা দেখতে ষষ্ঠীর সকাল থেকেই প্রতিটি মন্দিরে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। পুরনো ঐতিহ্যকে ধারণ করে অনেক মন্দিরে দেখা গেছে বৈচিত্র্য, আবার কোথাও নতুনত্বে ভরপুর শিল্পকর্মে ভাসছে আনন্দের আমেজ।
দর্শনার্থীদের সবচেয়ে বেশি আকর্ষণ কাড়ছে নিজনান্দুয়ালির নিতাই গৌর গোপাল সেবাশ্রমের প্যান্ডেলটি। দূর থেকে মনে হবে যেন হাওয়ায় ভাসছে এই নান্দনিক প্যান্ডেল। নতুন বাজার ঢালাই ব্রিজের ওপর দাঁড়িয়ে থাকা ৯০ ফিট উচ্চতা ও ৩০ ফিট প্রস্থের প্যান্ডেলটি নিখুঁত ডিজাইন ও কারুকার্যে সত্যিই অনন্য এক সৃষ্টি।
প্যান্ডেল নির্মাণে ২৫ জন শ্রমিক টানা ২০ দিন কাজ করেছেন। এতে ব্যবহার করা হয়েছে প্রায় ৬০০ বাঁশ, আর প্রবেশদ্বারের কাপড় বিশেষভাবে মাধবদী থেকে কাস্টমাইজ করে আনা হয়েছে।
সৃজনশীল চিন্তা, পরিকল্পনা ও অক্লান্ত পরিশ্রমে ফুটে উঠেছে পুরনো সেই শৈল্পিক ঐতিহ্যের পুনর্জাগরণ। তাদের নান্দনিক উপলব্ধি ও মননশীল সৃজনশীলতায় মাগুরা আবারও হয়ে উঠেছে উৎসবের শহর—ঐতিহ্য, আলো ও আনন্দে ভরপুর এক শিল্পমঞ্চ 













