গাইবান্ধা জেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় কর্মরত শিক্ষক-কর্মচারীদের মধ্যে যারা সাংবাদিকতা ও আইন পেশায় নিয়োজিত, তাদের বিস্তারিত তথ্য সংগ্রহে উদ্যোগ নিয়েছে জেলা শিক্ষা অফিস।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) জেলা শিক্ষা অফিসার মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক পত্র জেলার ৭টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসারদের নিকট প্রেরণ করা হয়।
পত্রে উল্লেখ করা হয়—
উপজেলার আওতাধীন এমপিওভুক্ত বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের মধ্যে কেউ সাংবাদিকতা বা আইন পেশায় যুক্ত থাকলে তাদের তথ্য ১৪ ডিসেম্বর দুপুর ২টার মধ্যে জেলা শিক্ষা অফিসে পাঠাতে হবে।
জেলা শিক্ষা অফিসার মো. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান—
সরকারি নীতিমালা অনুযায়ী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল-কলেজ) এর শিক্ষক-কর্মচারীরা শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি সাংবাদিকতা, আইন পেশা বা অন্য কোনো আর্থিক লাভজনক পেশায় যুক্ত থাকতে পারবেন না।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ অনুযায়ী এই নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে।
এই নীতিমালা বাস্তবায়নের অংশ হিসেবে গাইবান্ধার ৭ উপজেলায় কর্মরত সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের তথ্য চাওয়া হচ্ছে—বলেন তিনি।