বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় বাঘা উপজেলায় এক গণ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
বুধবার (১০ ডিসেম্বর) বাদ আসর বাজু বাঘা ইউনিয়ন বিএনপির উদ্যোগে চন্ডিপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপিসহ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
উক্ত দোয়া মাহফিলকে সাফল্যমন্ডিত করতে বাঘা উপজেলার ৭ নং চকরাজাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মুলা খামারুর নেতৃত্বে ১০০টি মোটরসাইকেল নিয়ে তারণ্যের সমাবেশে অংশগ্রহণ করেন নেতাকর্মীরা। তাদের এই উপস্থিতি সমাবেশে নতুন মাত্রা যোগ করে।
এ সময় উপস্থিত ছিলেন চকরাজাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মুলা খামারু ছাড়াও ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন,আলাল শিকদার ৭ নং ওয়ার্ডের সভাপতি
,সুবান মোল্লা, ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি,
নজরুল খা, ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক,মান্না সরকার, ৪ নাম্বার ওয়ার্ডের সাধারণ সম্পাদক,আনজু ৩ নাম্বার ওয়ার্ডের সভাপতি,সামশের ৫ নাম্বার ওয়ার্ডের সভাপতি।
এছাড়া যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। এঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন,শফিকুল ইসলাম, যুবদল সভাপতি,হাবিবুর বাশার যুবদল সাধারণ সম্পাদক,আব্দুর রহমান যুবদল নেতা,বাতেন মোল্লা যুবদল সহ-সভাপতি ইয়ানুর মোল্লা,মিজান যুবনেতা
, মোঃ জাহাঙ্গীর আলম সভাপতি, পলাশীপতাপুর উচ্চ বিদ্যালয় ও বাঘা উপজেলা ছাত্রদল।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনাসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।