জামায়াতে ইসলামী ধনেশ্বরগাতী ইউনিয়নের উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত
মাগুরা জেলার শালিখা উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত এক বিশাল জনসভা আজ বুধবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। সকালে ইউনিয়ন মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ জনসভায় স্থানীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের ঢল নেমে আসে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত মাগুরা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এম.বি. বাকের। এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অনুষ্ঠানে যোগদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এম.বি. বাকের বলেন,
“বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষ থেকে আমাকে মনোনয়ন দেয়া হয়েছে। আপনাদের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি মাগুরা-২ আসনে বিজয়ী হতে চাই। সেই জন্য সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন,
“জামায়াতে ইসলামী দুর্নীতির সুযোগ থাকা সত্ত্বেও কখনো দুর্নীতি করেনি। আমরা দুর্নীতির বিরুদ্ধে, আমরা কাউকে দুর্নীতির সুযোগও দেব না। দেশ ও জনগণের সেবা করাই আমাদের মূল লক্ষ্য।”
সভায় বক্তারা আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিজয়ী করতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ জনসভা শেষে দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।