লালমনিরহাট জেলা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে ব্যাংক একাউন্ট এর মাধ্যমে ১৭ লক্ষ ৫৪ হাজার টাকা প্রতারণা মামলার আন্তজেলা প্রতারক চক্রের দুই সদস্যক গ্রেফতার।
গত ০৭ -০৯- ২০২৫ , তারিখ দুপুর ২ ঘটিকায় সময় মোহাম্মদ জাবেদ আলী, পিতা মৃত্যু সোনাউল্লা সাংমৌজা লালমনিরহাট, পূর্ব ছেদুরা ইউসিবি ব্যাংকের লোন অ্যাকাউন্ট হতে তার একাউন্টে ৩০ লক্ষ টাকা ট্রান্সফার করেন কিন্তু তার অনুমতি ব্যতীত কয়েক মিনিটে মধ্যে পরপর পাঁচটি ট্রানজেকশন এর মাধ্যমে মোট ১৭ লক্ষ ৫৪ হাজার টাকা তার একাউন্ট হতে অজ্ঞাতনামা আসামির সিটি ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে নিয়ে নেয়।
ঘটনায় প্রেক্ষিতে অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে হাতীবান্ধা থানায় মামলা নং ১৯ তারিখ ১২ ৯- ২০২৫ জুন ধারা ৪০৬ ৪২০ পিনাল ফুড রুজু করা হয়।
এরেই প্রেক্ষিতে অদ্য ৮-১১ -২০২৫ ,তারিখে লালমনিরহাট জেলার, পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম মহোদয়ের, সার্বিক দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা লালমনিহাট নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা লালমিরহাট এর একটি টিম তথ্য প্রযুক্তি সহায়তা প্রতারণা মাধ্যমে ব্যাংক একাউন্ট হতে টাকা আত্মসাৎ এর ঘটনায়। প্রত্যেক ভাবে জড়িত আসামিদের সনাক্ত করে ঢাকা নারায়ণগঞ্জ ও ফরিদপুর জেলার বিভিন্ন, থানা এলাকায় অভিযান পরিচালনা করে।
ফরিদপুর জেলার ডাঙ্গা থানাধীন জাঙ্গালপাড়া গ্রাম হতে একটু ঘটনায় শহীদ জড়িত তদন্তে প্রাপ্ত আসামি ১, মোঃ জুনায়েদ ( ৪১ )পিতা হাসেন ফরাজী দুখাই মাতব্বর, (৪৭ ) পিতা হাসেন ফরাজি ২ দুখাই মাতব্বর, ৪৭ পিতা শাহ মাতব্বর উভয় সাং জঙ্গল পাশাডাঙ্গা জেলা ফরিদপুর দ্বয়ের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামি দয় আন্তজেলা প্রতারক সত্যের অন্যতম সদস্য তারা দীর্ঘদিন ধরে ডিজিটাল প্লাটফর্ম ডিভাইসের মাধ্যমে প্রতারণা করে আসছে।
গ্রেফতারকৃত আসামি দয় অর্থ মামলায় ঘটনায় শহীদ সরাসরি জড়িত মর্মে স্বীকার করেন গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি গত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।