দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ৫ তারিখ (শুক্রবার) পলাশী ফতেপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
চকরাজাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মুলা খামারুর বিশেষ উদ্যোগে আয়োজিত এই দোয়া মাহফিলে ইউনিয়ন বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন:
অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সকল ওয়ার্ডের নেতৃবৃন্দসহ যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, মৎস্যজীবী দল এবং অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে বেগম খালেদা জিয়ার জন্য বিশেষভাবে দোয়া করেন।
উপস্থিত উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে ছিলেন, মুলা খামারু, সভাপতি, চকরাজাপুর ইউনিয়ন বিএনপি (উদ্যোক্তা),আলাল সিকদার, সভাপতি, ৭ নং ওয়ার্ড বিএনপি
,মান্না সরকার, সাধারণ সম্পাদক, ৪ নং ওয়ার্ড বিএনপি,শমসের আলী, সাধারণ সম্পাদক, ৫ নং ওয়ার্ড বিএনপি,
নজরুল খা, সাধারণ সম্পাদক, ৯ নং ওয়ার্ড বিএনপি,শফিকুল ইসলাম, সভাপতি, ইউনিয়ন যুবদল,হাবিবুর বাশার, সাধারণ সম্পাদক, ইউনিয়ন যুবদল,মেহের আলী, সিনিয়র সহ-সভাপতি, ইউনিয়ন যুবদল
ওয়াসিম, সভাপতি, ইউনিয়ন শ্রমিক দল
রুহুল খান, সাধারণ সম্পাদক, ইউনিয়ন শ্রমিক দল, বাতেন মোল্লা, সহ-সভাপতি, যুবদল, বেলায়েত মেম্বার,
মোস্তাফিজুর রহমান শিশির, যুগ্ম আহবায়ক, কৃষকদল ও ইউপি সদস্য,আব্দুর রহমান, যুবনেতা,কামাল খামারু, সাধারণ সম্পাদক, মৎস্যজীবী দল।
এছাড়াও পলাশী ফতেপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও বাঘা উপজেলা ছাত্রনেতা জাহাঙ্গীর আলম এবং প্রধান শিক্ষক রোকনুজ্জামান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। সভাপতি মুলা খামারু সকল স্তরের মানুষের প্রতি প্রিয় নেত্রীর সুস্থতার জন্য দোয়া অব্যাহত রাখার অনুরোধ জানান।