খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় তারুণ্যের সমাবেশ, জেলা বিএনপির আহবায়কের হুঁশিয়ারি। জেলা বিএনপির আহবায়ক ও রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের দলীয় প্রার্থী আবু সাঈদ চাঁদ বলেছেন, যারা বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করে না, তারা ধর্মের দোহাই দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করবে, এটা হতে পারে না। তিনি হুঁশিয়ার করে বলেন, এই ধরনের কার্যকলাপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে বাঘা উপজেলার চন্ডিপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের ভাবনায় ‘তারুণ্যের সমাবেশ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়ার সুস্বাস্থ্য জাতির জন্য অনুপ্রেরণা বিকেল ৪টায় উপজেলার বাজুবাঘা ইউনিয়নের চন্ডিপুর উচ্চ বিদ্যালয় মাঠে রাজশাহী জেলা ছাত্রদলের আহবায়ক শামিম সরকারের সভাপতিত্বে এবং বুলবুল আহাম্মেদের সঞ্চালনায় আয়োজিত দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় আবু সাঈদ চাঁদ বলেন, গণতন্ত্রের উত্তরণে এই মুহূর্তে বেগম খালেদা জিয়া জাতির জন্য এক বিশাল অনুপ্রেরণা। তার সুস্বাস্থ্য দেশবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও জানান, আগের চেয়ে নেত্রীর অবস্থা একটু ভালোর দিকে।
তিনি বলেন, “আমরা দোয়া করি, আল্লাহপাক তাকে আরো হায়াত দারাজ করুন। তিনি যেন সুস্থ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারেন।”
বিএনপি নেতা চাঁদ উল্লেখ করেন, বর্তমানে সারাদেশে প্রতিদিন অসংখ্য মানুষ সৃষ্টিকর্তার কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন এবং অশ্রু ঝরাচ্ছেন। তিনি দেশবাসীর পক্ষ থেকে মহান আল্লাহর কাছে এই ক্লান্তিলগ্নে নেত্রীকে বাঁচিয়ে দেওয়ার আকুতি জানান।
নফল নামাজ-রোজা রেখে দোয়া করার আহ্বান জেলা বিএনপির এই আহবায়ক বলেন, অভিভাবক হারালে দল চলতে পারে না। তাই তিনি উপস্থিত মা-বোনদের প্রতি আহবান জানান, তারা যেন নফল নামাজ ও রোজা রেখে মহান রবের কাছে নেত্রীর জন্য দোয়া চান।
তিনি বেগম জিয়ার সংগ্রাম তুলে ধরে বলেন, “আমাদের প্রিয় নেত্রী দেশ, মাটি, মানুষ এবং গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে গিয়ে বিগত সরকার দ্বারা নির্যাতিত হয়েছেন। আজ আমরা এমন একজন মানুষের জন্য দোয়া করছি, যিনি সত্যে ও ন্যায়ের পক্ষে অবিচল এবং মানুষের কাছে করা ওয়াদা কখনোই ভঙ্গ করেন না।”
অনুষ্ঠানে উপস্থিতি,এ সময় মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা বিএনপির আহবায়ক ফকরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, বাঘা পৌর বিএনপির সভাপতি মো: কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, বাঘা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোকলেসুর রহমান মুকুল, সুরুজ জ্জামান সুরুজ, বাজুবাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি এড: ফিরোজ আহাম্মেদ রঞ্জু, সাধারণ সম্পাদক ইউপি সদস্য সাহার উদ্দিন, এবং বিএনপি, যুবদল, ছাত্রদল সহ সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
সভা শেষে বিএনপি নেতা মওলানা সাজেদুর রহমান বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগ মুক্তির জন্য বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন। এছাড়াও তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত এবং তারেক রহমানের জন্যও বিশেষ মোনাজাত পাঠ করান।