ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার কাদিরদী বাজারে বুধবার রাত পৌনে ১০টার দিকে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাজারে ছড়িয়ে পড়ে, এতে একাধিক দোকান ও একটি বাড়ি সম্পূর্ণভাবে পুড়ে ভস্মীভূত হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বাজারের একটি কসমেটিক্স দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটে। অল্প সময়ের মধ্যেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে, এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।
খবর পেয়ে বোয়ালমারী ও মধুখালী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাজারের গৌতম দত্তের কসমেটিক্স দোকান, বিভূতি ভূষণ দাসের ধান ও কাপড়ের দোকান, দীনেশ ঘোষের মুদি দোকান, আয়ুব মোল্লার হার্ডওয়্যার দোকান, রিপন ঘোষের হার্ডওয়্যার দোকান, মুরাদ শেখের মুদি ও স্টেশনারি দোকান, মোশাররফ হোসেনের বইয়ের দোকান এবং আকরামুল আলম টনির ধান-ভুসিমালের গোডাউনসহ বাড়িটি সম্পূর্ণভাবে পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় দোকান থেকে কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি। তাদের ধারণা, আগুনে প্রায় ৩ কোটি টাকার বেশি মালামাল ও সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মো. ফারুক হোসেন জানান,
> “আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে জানানো হয়। কিন্তু বাজারের ঘনত্ব ও দাহ্য পদার্থের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস সর্বোচ্চ চেষ্টা করলেও অনেক দোকান রক্ষা করা সম্ভব হয়নি।”
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে।
এ ঘটনায় এলাকায় শোক ও হতাশার ছায়া নেমে এসেছে। বাজারের অধিকাংশ ব্যবসায়ী জীবিকা হারিয়ে দিশেহারা। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।