অদ্য ১২ ডিসেম্বর বগুড়ায় ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির টিমমিটিং অনুষ্টিত।শুরুতে পবিত্রতা বজায় রাখার জন্য কোরআন তেলয়াত করেন মোঃ আব্দুল রাজ্জাক সভাপতিত্ব করেন বগুড়া ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির সম্মানিত সভাপতি জনাব মোঃ জিল্লুর রহমান
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির সেন্টাল কমিটি সদস্য ও রাজশাহী বিভাগের ডিডাফের সমন্বয়কারী জনাব মোঃ মনিরুল ইসলাম,ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির সেন্টাল কমিটি সদস্য জনাবা মোছা আঙ্গুরী আক্তার (অন্তরা)। বিশেষ অতিথি ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ আলাউদ্দিন মন্ডল বিশেষ অতিথি ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির রাজশাহী বিভাগের কোষাধক্ষ্য জনাব কাজী মোঃ সাইফুল ইসলাম,অতিথি ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির রাজশাহী বিভাগের সদস্য ও বগুড়া জেলা র সমন্বয়কারী জনাবা মোছাঃ রুমানা আক্তার।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলার ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির সম্মানিত সহ- সভাপতি জনাবা মোছাঃ শিরিন আক্তার,বগুড়া জেলার ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির সাংগঠনিক সম্পাদক কাউছার আলী,
ইলা, মোঃ সাইন, মোছাঃ রসনি আক্তার, শামিমা, রাখি, জয়নব, ইসরাত জাহান, নাসিমা ইসলাম, সুরায়া পারভীন, সপনা, রুমেলা, সনিয়া, রেজিয়া, মোঃ শাহিন আলম, আমিনুল ইসলাম, আব্দুল রশিদ প্রমুখ। বিশেষ অতিথর বক্তব্যতে
আজকের দিনটি আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অনুপ্রেরণাদায়ক একটি দিন। কারণ আজ অনুষ্ঠিত হলো “ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটি বগুড়ায় চমৎকার প্রোগ্রাম, যেখানে আমরা একসাথে জানবো এবং বুঝবো —কীভাবে ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটি, সচেতনতার পথচলা যা মানুষের চিন্তা, চরিত্র, কর্ম ও জীবনব্যবস্থা সবকিছুর ইতিবাচক পরিবর্তন ঘটাতে সক্ষম। এই প্রোগ্রামে ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির ভিশন ও মিশনের বিস্তারিত আলোচনা, কীভাবে আপনি নিজেও এই সিস্টেমের মাধ্যমে ব্যক্তিগত উন্নয়ন, আর্থিক অগ্রগতি ও সামাজিক অবদান রাখতে পারেন এবং কীভাবে ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির আজকের সময়ের জন্য একটি প্রয়োজনীয় জীবনদর্শন হয়ে উঠবে। প্রধান অতিথি বক্তব্যতে তিনি আলোচনা করেন
এটি আপনার চিন্তার দিগন্ত প্রসারিত করার একটি সুযোগ,
নিজেকে নতুনভাবে জানার একটি দরজা মত এবং জীবনের নতুন অধ্যায়ের এক সূচনা। আপনার উপস্থিতিই এই আয়োজনকে করবে আরও অর্থবহ, আরও প্রাণবন্ত হবে ইনশাআল্লাহ।
ডেসটিনির এম,ডি মোহাম্মদ রফিকুল আসহমিন ও আলহাজ্ব মোহাম্মদ হোসেন স্যারের সুস্বাস্থ্য কামনা করেন। সভাপতি সবাইকে ধন্যবাদ দিয়ে সভার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করে। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বগুড়া জেলার সহ- সভাপতি জনাবা মোছাঃ শিরিন আক্তার,