শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১১:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
মাগুরায় ২০ শিক্ষার্থী, ১৪ শিক্ষক—তবুও সবাই ফেল! আরডিএর উদাসীনতায় ভবন নির্মানের অনিয়ম এখন নিয়মে পরিনত লালমনিরহাটের হোটেল ব্যবসায়ীর স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগ অভিযুক্ত দুই ব্যবসায়ী পিতা পুত্র দীপাবলির আলোর আশায় মোগল হাটের কুমারপাড়ায় ৩৫ ঘর পরিবার ব্যাস্ত মাটির প্রদীপ তৈরিতে লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় এক কলেজ শিক্ষকের মৃত্যু নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনার কাজ করার শুরুর দাবিতে মশাল মিছিল তিস্তা পাড়ে রাজশাহী বোর্ডে পাসের হার ৫৯ দশমিক ৪০ শতাংশ রাকসু নির্বাচনে ভোট গ্রহণ শেষ, ফলাফলে অপেক্ষায় দেশ ফরিদপুর বিভাগ দ্রুত বাস্তবায়নের দাবিতে জনতার বিক্ষোভ কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে দালাল চক্রের ৫ সদস্য আটক বাঘায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা মাগুরায় দুস্থ শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ মাগুরা দুই উপজেলার নবাগত সহকারী কমিশনার (ভূমি)র যোগদান। মাগুরায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০২৫ উদযাপন ও র‍্যালি, স্মার্ট সাদাছড়ি বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী জসিমের কাঁচামালের দোকানে ইউএনও দবির উদ্দিন পানি নিয়ে বৈষম্য গোদাগাড়ীর মাটিতে মেনে নেওয়া হবে না : সাবেক চেয়ারম্যান হযরত পবায় নিজ উদ্যোগে রাস্তা সংস্কারে ব্যবসায়ী উজ্জ্বল মহম্মদপুরে সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন মোহাম্মদপুরে বাবুখালী নদীতে অবাধে চলছে ইলিশ শিকার মাগুরায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
নোটিশ :
প্রিয় পাঠক   দৈনিক মাগুরার কথা   অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর ।  বি:দ্র : এই ওয়েবসাইটের কোনো লেখা,  ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । এখানে ক্লিক করুণ Apps   আমাদের ফেসবুক পেজ "দৈনিক মাগুরার কথা" https://www.facebook.com/share/1BkBEmbALr/

বঙ্গবন্ধু ম্যারাথন ১০ জানুয়ারি, অংশ নেবেন ২০০ দৌড়বিদ

ক্রীড়া ডেক্স / ৬০৭ বার পঠিত হয়েছে।
নিউজ প্রকাশ : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১, ৫:১৩ অপরাহ্ণ

বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২২’ আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতায় দেশ-বিদেশের ২০০ জন দৌড়বিদ অংশ নেবেন। তাদের মধ্যে ১০০ জন ফুল ম্যারাথন এবং ১০০ জন হাফ ম্যারাথনে অংশ নেবেন। এরই মধ্যে ৩০ জন এলিট রানার নিবন্ধিত হয়েছেন।

 

 

 

 

 

 

 

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ঢাকা সেনানিবাসস্থ মাল্টিপারপাস কমপ্লেক্সে এ তথ্য জানান আয়োজক কমিটির চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

 

 

 

 

 

 

 

লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান জানান, ম্যারাথনের প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এবারের আয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগী হিসেবে রয়েছে আর্মি স্পোর্টস কন্ট্রোল বোর্ড, ট্রাস্ট ইনোভেশন লিমিটেড এবং নেটওয়ার্ল্ড বাংলাদেশ লিমিটেড। টেকনিক্যাল সহযোগী হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন।

 

 

 

 

 

 

 

তিনি বলেন, আগামী ১০ জানুয়ারি ভোর ৫টা ৩০ মিনিটে আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়ে বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, গুলশান-২, গুলশান-১ পুলিশ প্লাজা হয়ে ঘড়ির কাঁটার ক্রম অনুযায়ী হাতিরঝিলের চর্তুদিক ঘুরে হাতিরঝিলেই শেষ হবে এই ম্যারাথন। এ কারণে ওইদিন দুপুর পর্যন্ত হাতিরঝিলের রাস্তা বন্ধ থাকবে। এ বিষয়ে কাজ করবে ডিএমপি।

 

 

 

 

 

 

 

আয়োজক কমিটির প্রধান বলেন, ম্যারাথনে ২০০ জন দেশি-বিদেশি নারী-পুরুষ দৌড়বিদ অংশ নেবেন। এর মধ্যে ১০০ জন ফুল ম্যারাথন এবং ১০০ জন হাফ ম্যারাথনে অংশ নেবেন। এরই মধ্যে ৩০ জন এলিট রানার নিবন্ধিত হয়েছেন। অংশগ্রহণকারী দেশগুলোর তালিকায় রয়েছে- মরক্কো, কেনিয়া, ইউক্রেন, ইথিওপিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, মেক্সিকো, ফ্রান্স, স্পেন, ইতালি, বাহরাইন ও আলজেরিয়া। সাফ দেশগুলোর মধ্যে ফুল ম্যারাথনে অংশ নেবেন অন্তত ৩০ জন। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ভারত, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা উল্লেখযোগ্য।

 

 

 

 

 

 

 

তিনি আরও বলেন, ম্যারাথনকে আরও জনপ্রিয় করার উদ্দেশ্যে এবারের আয়োজনে প্রথমবারের মতো এআইএমএসের প্রেসিডেন্ট ফ্রান্সিসকো বোরাও এবং এশিয়ান অ্যাথলেটিকস অ্যাসোসিয়েশনসহ অন্যান্য দেশের অ্যাথলেটিকস ফেডারেশনগুলোর গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

 

 

 

 

 

 

 

সমন্বয় সভায় ম্যারাথন আয়োজনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২২ সফলভাবে আয়োজন করার লক্ষ্যে সভাপতি প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং সবার সহযোগিতা কামনা করেন।


এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের সবখবর