অদ্য ২৩ সে জুলাই, ২০২৫ ইং রোজ বুধবার রাজশাহী মেডিকেল কলেজে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাবের মেডিকেল কলেজ শাখা ও রাজশাহী জেলা শাখার সম্মানিত সদস্যবৃন্দের উপস্থিতিতে জরুরি মিটিং অনুষ্ঠিত হয়। উক্ত মিটিংয়ে সর্বসম্মতিক্রমে নিম্নলিখিত বিষয়ে জরুরী সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
১. দেশ নায়ক ও জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন জনাব তারেক রহমানকে জড়িয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে মিডফোর্ডের ঘটনাকে কেন্দ্র করে যে মিথ্যা অপপ্রচার চালানো হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে অবিশ্বাসী অপশক্তির দ্বারা, তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয় ড্যাবের সম্মানিত সদস্যবৃন্দের পক্ষ থেকে।
রাজশাহী মেডিকেল কলেজ ও জেলার নেতা কর্মীদের উপস্থিতিতে উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আগামী ৬ই আগস্ট রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা আয়োজনের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।