রাজশাহীর বাগমারা উপজেলায় জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
উক্ত ক্যাম্পের উদ্বোধন করেন বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম।
দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ এ.এস. এম সায়েম।
সহযোগী হিসেবে ছিলেন, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আশরাফুল ইসলাম, সিনিয়র স্টাফ নার্স জেসমিন আরা, মেডিকেল টেকনোলজি ল্যাবঃ শেখ আনোয়ার হোসেন, অফিস সহায়ক শফিউল আজম সরদার।
ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন প্রকার পরীক্ষার পাশাপাশি স্বাস্থ্যসেবা বিষয়ে পরামর্শ প্রদান করা করেন।