রাজশাহীর বাঘা উপজেলায় নদীতে মাছ ধরতে নেমে আমিরুল ইসলাম (৫২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার আলাইপুর এলাকায় পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিরুল ওই গ্রামের আলিমুদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল বেলায় আমিরুল ইসলাম কয়েকজনকে সাথে নিয়ে নদীতে মাছ ধরতে যান। নদীতে নামার সময় একটি ছোট ক্যানেল পার হতে গেলে তিনি হঠাৎ গভীর পানিতে তলিয়ে যান। মুহূর্তের মধ্যে তার সঙ্গীরা চিৎকার দিয়ে আশপাশের লোকজনকে ডাকেন এবং খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু অনেক চেষ্টা সত্ত্বেও তাকে খুঁজে পাওয়া যায়নি।
পরে স্থানীয়রা বিষয়টি বাঘা ফায়ার সার্ভিসে জানান। ফায়ার সার্ভিসের সদস্যরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।
বাঘা ফায়ার সার্ভিসের প্রধান জানান, অভিযান শুরু করার ১০ মিনিটের মাথায় দুপুর ২টা ৪০ মিনিটে পানির তলদেশ থেকে আমিরুল ইসলামের নিথর দেহ উদ্ধার করা হয়। উদ্ধারের পর মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। নিহত আমিরুল ইসলাম শান্ত, পরিশ্রমী ও সমাজসেবী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন বলে জানান স্থানীয়রা।