রাজশাহীর বাঘা উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ফকরুল হোসেন বিপ্লব কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে বাঘা উপজেলার সেচ্ছাসেবক লীগের সভাপতি ফকরুল হোসেন বিপ্লব (৩২) কে গ্রেফতার করা হয়েছে। আজ শুক্রবার(৯মে) সন্ধ্যায় গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয় বলে খবর পাওয়া যায়।
শুক্রবার(৯ মে) বিকেলে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের জোতনৈশী এলাকায় অভিযান চালিয়ে আ’লীগের সেচ্ছাসেবক সভাপতি বিপ্লব গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া ফকরুল হোসেন বিপ্লব উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ও বাঘা পন্ডিত পাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, বিশেষ অভিযানে শুক্রবার ৯ মে সন্ধ্যার সময় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ফকরুল হাসান বিপ্লব কে আটক করা হয়েছে। গোপনে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করে আসছিল। তার বিরুদ্ধে আগের একাধীক মামলা রয়েছে। পরবর্তীতে সকল মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।