রাজশাহীর বাঘা উপজেলায় ভুল অপারেশনের অভিযোগে সেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
জানা যায়, গত শুক্রবার রাত ২টার দিকে বাঘা পৌর এলাকার উত্তর মিলিক বাঘা গ্রামের খোরশেদ আলীর স্ত্রী মালেকা বেগম (৬০) কে জরায়ুর সমস্যা নিয়ে সেবা ক্লিনিকে ভর্তি করা হয়। রাতেই তাঁর অপারেশন সম্পন্ন করা হয়। অপারেশনের পর থেকে মালেকা বেগম ছটফট করতে থাকলেও ক্লিনিক কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্ব দেয়নি বলে অভিযোগ করেন রোগীর স্বজনরা।
ভোরের দিকে রোগীর মৃত্যু হলেও কর্তৃপক্ষ তা গোপন রাখে এবং রোগীকে অক্সিজেন দিয়ে জীবিত রাখার অভিনয় করে। পরবর্তীতে রোগীর পরিবারকে জানানো হয় রাজশাহীতে নিয়ে যেতে হবে। কিন্তু রাজশাহীর পথে যাওয়ার প্রস্তুতির সময় স্বজনরা জানতে পারেন রোগী প্রায় ৩-৪ ঘণ্টা আগেই মারা গেছেন।
এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা ক্লিনিক ঘেরাও করে এবং আরও এক রোগীকে বের করে দিয়ে ক্লিনিকে তালা লাগিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাঘা থানার এসআই রবিউল ইসলাম, বিএনপি নেতা মুখলেছুর রহমান মকুল, হিরাউল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে উপস্থিত হন।
এ বিষয়ে ক্লিনিকের মালিক জিল্লুর রহমান মোবাইল ফোনে বলেন, “আমি রাত ২টায় অপারেশন করি এবং রাত ৩টায় ঢাকায় রওনা দেই। তখন রোগীর অবস্থা ভালোই ছিল। পরে কী হয়েছে, আমি জানি না।”
স্থানীয়দের অভিযোগ, অস্বাস্থ্যকর পরিবেশে ক্লিনিকটি দীর্ঘদিন ধরে দালালের মাধ্যমে রোগী এনে অপারেশন করে আসছে।
এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, তা জানা যায়নি।