তারুণ্যের উৎসব উপলক্ষে বাঘা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ‘ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫’ এর শ্বাসরুদ্ধকর ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাঘা পৌরসভা ফুটবল একাদশ। বুধবার (৫ নভেম্বর) বিকেলে বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই খেলায় বাঘা পৌরসভা ফুটবল একাদশ তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে মনিগ্রাম ইউনিয়ন পরিষদ ফুটবল দলকে টাইব্রেকারে ৪-২ গোলে পরাজিত করে শিরোপা নিজেদের করে নেয়। রানারআপ হয়েছে মনিগ্রাম ফুটবল দল।
নির্ধারিত সময়ে কোনো পক্ষই গোল করতে না পারায় খেলা গড়ায় ভাগ্য-নির্ধারক টাইব্রেকারে। সেখানে বাঘা পৌরসভা ৪-২ গোলের ব্যবধানে মনিগ্রাম দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
ফাইনালে চ্যাম্পিয়ন বাঘা পৌরসভা ফুটবল একাদশের নেতৃত্বে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও বাঘা পৌর প্রশাসক শাম্মী আক্তার। অন্যদিকে, মনিগ্রাম ইউনিয়ন পরিষদ ফুটবল দলের নেতৃত্বে ছিলেন মনিগ্রাম ইউনিয়ন পরিষদের প্রশাসক, প্রাণী সম্পদ অফিসার ডাঃ আমিনুল ইসলাম।
পুরস্কার বিতরণী ও বিশেষ সম্মাননা
উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট আফিয়া আখতার। তিনি চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন।
চ্যাম্পিয়ন দল কাপসহ নগদ ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা।রানারআপ দল নগদ ২০,০০০/- (বিশ হাজার) টাকা।
ব্যক্তিগত পুরস্কারের মধ্যে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বাঘা পৌরসভা ফুটবল দলের ইমন এবং সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন খোকন। এছাড়া পরিচালক ও ক্রীড়া ধারাভাষ্যকারদেরও পুরস্কার প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার বলেন, টুর্নামেন্টের উদ্দেশ্য ছিল তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা এবং একটি সুস্থ সমাজ গঠনে উৎসাহিত করা।
খেলা চলাকালীন মাঠে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাবিহা সুলতানা ডলি, চারঘাট উপজেলার সহকারী কমিশনার (ভুমি) রাহাতুল করিম, সহকারি কমিশনার ও এক্সজিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সেহেরিন তাবাসসুম, উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান ,সোনালী ব্যাংক বাঘা শাখার পিও মতিউর রহমান,আনসার ভিডিপি অফিসার শরীফ মাহমুদ,
আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, উপজেলার বিএনপির সাবেক সভাপতি সহকারি অধ্যাপক(অবঃ) জাহাঙ্গীর হোসেন, বাঘা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুরুজ্জামান সুরুজ, মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দীন রিয়াল, বাঘা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, কৃষক দলের সদস্য সচিব জাহেদুল ইসলাম স্বপন, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সালে আহমেদ সালাম,বর্তমান সদস্য সচিব শফিকুল ইসলাম শফি,স্বেচ্চাসেবক দলের সহিদুল ইসলাম সহ রাজনৈতিক, সামাজিক সংগঠনের নের্তৃবৃন্দ।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন- আবু হাসান মিলন, সুজন মাহমুদ ও ফজল মাহমুদ। ধারা বিবরণীতে ছিলেন- বাংলাদেশ বেতারের ক্রীড়া ধারাভাষ্যকার আব্দুল হানিফ মিঞা ও শ্রী বি.কে.রায় ওরুপে বিপ্লব। প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অফিসার মনসুর আলীর সার্বিক তত্ত্বাবধানে স্থানীয়-বহিরাগত খেলোয়াড়দের কৌশলী ক্রীড়া নৈপুণ্য উপভোগ করতে মাঠজুড়ে ছিল অসংখ্য দর্শকের ভিড় এবং এক আনন্দমুখর উৎসবের আমেজ।