আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর বাঘা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী নাজমুল হকের সাথে উপজেলার কর্মরত সাংবাদিকদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) ১.৩০ মিনিটের সময় বাঘা পোস্ট অফিস সংলগ্ন “জাগ্রত বাঘা” কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির হযরত মাওলানা জিন্নাত আলী। তিনি তার বক্তব্যে বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকদের সাহসী ও দায়িত্বশীল ভূমিকা জাতিকে সঠিক পথে পরিচালিত করতে সহায়ক ভূমিকা পালন করে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক সাইফুল ইসলাম, নায়েবে আমির, বাঘা উপজেলা জামায়াতে ইসলামী। এতে সভাপতিত্ব করেন আব্দুল্লাহ আল মামুন নুহু, আমির, বাঘা উপজেলা জামায়াতে ইসলামী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবদার হোসেন, আমির, বাঘা পৌর জামায়াতে ইসলামী; আব্দুর রাজ্জাক, সভাপতি, রাজশাহী জেলা যুব বিভাগ; মোঃ সেকেন্দার আলী এবং ইঞ্জিনিয়ার রেজাউল করিম, সদস্য, উপজেলা শূরা, জামায়াতে ইসলামী।
মতবিনিময় সভায় প্রার্থী নাজমুল হক বলেন, “দুর্নীতিমুক্ত প্রশাসন, ন্যায়ভিত্তিক সমাজ এবং জনকল্যাণমুখী রাজনীতি প্রতিষ্ঠাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর মূল লক্ষ্য। বাঘা-চারঘাট এলাকার সার্বিক উন্নয়ন, টেকসই কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণ সমাজকে উৎপাদনমুখী করে গড়ে তুলতে আমরা সুস্পষ্ট ও বাস্তবভিত্তিক পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি।”
তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। জনগণের আশা-আকাঙ্ক্ষা ও বাস্তব চিত্র সঠিকভাবে তুলে ধরার ক্ষেত্রে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা সুষ্ঠু ও জবাবদিহিমূলক রাজনীতি প্রতিষ্ঠায় অপরিহার্য।
সভায় উপস্থিত সাংবাদিকরা এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়নের প্রতিবন্ধকতা এবং গণমাধ্যমকর্মীদের পেশাগত নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন উত্থাপন করেন। এ সময় অতিথিরা গঠনমূলক ও স্পষ্ট বক্তব্যের মাধ্যমে প্রশ্নগুলোর জবাব দেন। সভা শেষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সাংবাদিকদের সাথে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।