“বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা জনগণের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজশাহীর বাঘা পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মী সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘা পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি। তিনি তাঁর বক্তব্যে বলেন, দেশ আজ চরম সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। জনগণের ভোটাধিকার, বাকস্বাধীনতা ও গণতন্ত্র কেড়ে নেওয়া হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ আজ দুঃশাসনের কবলে পড়েছে। এই দুঃশাসন থেকে মুক্তির জন্য আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা হলো গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা। জনগণের অধিকার ফিরিয়ে আনতে আমাদের নেতাকর্মীদের ঘরে ঘরে এই দফাগুলো পৌঁছে দিতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে সভাপতিত্ব করেন ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিল’র আসলাম সরদার। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিব।
অনুষ্ঠান শেষে নারায়ণপুর বাজারে সর্বস্তরের জনসাধারণের মাঝে লিফলেট বিরতণ করা হয়।