মহম্মদপুরে অবৈধ বালু উত্তোলনে নদীভাঙন, ইউএনওর অভিযানে আটক
মাগুরার মহম্মদপুর উপজেলায় অবৈধ বালু উত্তোলনের কারণে নদী ভাঙন শুরু হয়েছে। গত রাতে উপজেলার হরেকৃষ্ণপুর গ্রামে হঠাৎ করে নদীর তীব্র ভাঙনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভাঙনের কবলে পড়ে কয়েকটি পরিবার তাদের ঘরবাড়ি সরিয়ে নিয়ে খোলা আকাশের নিচে ও গাছের তলায় আশ্রয় নিতে বাধ্য হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি চক্র নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয় এবং গত রাতের ভাঙনে হরেকৃষ্ণপুর গ্রামের একাংশ মারাত্মক ঝুঁকিতে পড়ে। ভাঙনের ফলে বসতবাড়ি, ফসলি জমি ও গাছপালার ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
খবর পেয়ে আজ সকালে মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থল পরিদর্শনে যান। এ সময় তিনি ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন। পরিদর্শনকালে ইউএনও অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে আটক করে উপজেলা কার্যালয়ে নিয়ে যান।
ইউএনও সাংবাদিকদের জানান, “নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে এই ভাঙনের ঘটনা ঘটেছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য কঠোর নজরদারি করা হবে।”
এদিকে ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত পুনর্বাসন ও নদী রক্ষা বাঁধ নির্মাণের দাবি জানিয়েছে। স্থানীয় প্রশাসন আশ্বাস দিয়েছে, ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।