মাগুরায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে সূর্যদয়ের প্রথম প্রহরে নোমানী ময়দানস্থ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে মাগুরা জেলা পুলিশের পক্ষে পুষ্পস্তবক অর্পন করেন জনাব মোঃ হাবিবুর রহমান, পুলিশ সুপার, মাগুরা মহোদয়।
মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে মাগুরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন, মাগুরা কর্তৃক আয়োজিত মনোজ্ঞ কুচকাওয়াজে সালামী গ্রহণ করেন জনাব মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ জেলা প্রশাসক, মাগুরা এবং জনাব মোঃ হাবিবুর রহমান, পুলিশ সুপার, মাগুরা মহোদয়। অনুষ্ঠান শেষে কুচকাওয়াজ ও ডিসপ্লেতে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করা হয়
মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে মাগুরা নোমানী ময়দান মাঠে ০৩ দিন ব্যাপী বিজয় মেলার উদ্ধোধন করেন জেলা প্রশাসন ও পুলিশ সুপার মাগুরা মহোদয়।
মাগুরা জেলা অডিটোরিয়ামে জেলা প্রশাসন, মাগুরা কর্তৃক বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ জেলা প্রশাসক, মাগুরা এবং জনাব মোঃ হাবিবুর রহমান পুলিশ সুপার মাগুরা মহোদয়; বীর মুক্তিযোদ্ধাগণ ও তাদের পরিবাবর্গ; এছাড়া বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন জনাব শাহ্ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),মাগুরা জনাব মোঃমিরাজুল ইসলাম,পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্),মাগুরা জনাব নিশাত আল নাহিয়ান সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল),মাগুরাসহ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ