মাগুরার মহম্মদপুরে মাছের ঘের থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
মাগুরার মহম্মদপুরে মাছের ঘের থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার হরেকৃষ্ণপুর সুইচগেট সংলগ্ন একটি মাছের ঘের থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (তারিখ উল্লেখযোগ্য হলে যোগ করা যাবে) সকালে মাছের ঘেরের পানিতে একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে মোহাম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, নিহত নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে পুলিশ জানিয়েছে।
মোহাম্মদপুর থানা পুলিশের একটি সূত্র জানায়, লাশটি বর্তমানে থানা পুলিশের হেফাজতে রয়েছে। পরিচয় শনাক্তের জন্য পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয় করা হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং পরিচয় পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে।