মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার ভাবন পাড়া এলাকায় “উত্তর ভাবন পাড়া হতে সরিয়া গুদাম পর্যন্ত” ১১৬০ মিটার দীর্ঘ সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) সকালে ভাবন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় সাবেক সহকারী একান্ত সচিব মোঃ মোয়াজ্জেম হোসেন।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন মানুষ অনেক সময় শোনা কথায় বিশ্বাস করে, কিন্তু কাজ দেখলে বোঝা যায় কে কতটা আন্তরিক। আমি আমার এলাকাতেই থেকে রাস্তা, মসজিদ, মন্দির, স্কুলসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে নিজের সামর্থ্য অনুযায়ী অর্থ দিয়ে সহায়তা করছি। পাশাপাশি মসজিদ ও মন্দির উন্নয়নে সরকারি বরাদ্দের মাধ্যমে ২৩২টি স্থানে লক্ষ লক্ষ টাকার কাজ এনেছি। ইচ্ছা থাকলেই উন্নয়ন সম্ভব।”
নিজের শৈশবের স্মৃতি স্মরণ করে তিনি আরও বলেন—
এই বিদ্যালয়েই আমার পড়ালেখার সূচনা হয়েছিল। আজ সেই বিদ্যালয়ের প্রাঙ্গণে দাঁড়িয়ে এলাকার উন্নয়নকাজ উদ্বোধন করতে পারছি—এটা আল্লাহর রহমত।”
অনুষ্ঠান শেষে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তার উন্নয়নমুখী উদ্যোগের প্রশংসা করেন