মাগুরায় আর্থিকভাবে অস্বচ্ছল ব্যক্তিদের মাঝে জেলা পরিষদের চেক বিতরণ
মাগুরা জেলা পরিষদের উদ্যোগে আর্থিকভাবে অস্বচ্ছল ব্যক্তিদের মাঝে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর ১২টায় জেলা পরিষদ সম্মেলন কক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক জনাব মোঃ অহিদুল ইসলাম সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জনাব হাসিনা মমতাজ এবং সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক জনাব মোঃ জাকির হোসেন।
২০২৫-২৬ অর্থবছরে জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে ৩৯ জন আর্থিকভাবে অস্বচ্ছল ব্যক্তির মাঝে মোট এক লক্ষ পঁচাশি হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে প্রদত্ত এই সহায়তা সমাজের দরিদ্র ও অসহায় মানুষের জীবনে স্বস্তি আনবে এবং তাদের আর্থিক কষ্ট কিছুটা লাঘব করবে।”