মাগুরা পুলিশ লাইন্স ড্রিল শেডে ২৫ অক্টোবর শনিবার সকালে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি (বিআরপিওয়া) আয়োজনে এবং মাগুরা জেলা পুলিশের সহযোগিতায় অনুষ্ঠিত হলো শিশু অধিকার সুরক্ষায় সচেতনতামূলক আলোচনা সভা। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল “শিশুর কথা বলব আজ, শিশুর জন্য করব কাজ।”
সভায় বক্তারা ইভটিজিং, বাল্যবিবাহ, সেলফোন ও ইন্টারনেটের অপব্যবহার এবং মাদকাসক্তি প্রতিরোধে পরিবার, বিদ্যালয় ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি ড. এম আকবর আলী, বিবিএম, পিপিএম—যিনি বিআরপিওয়ার সভাপতি। তিনি বলেন, “শিশুরা আমাদের ভবিষ্যৎ। তাদের সুরক্ষা নিশ্চিত না হলে একটি নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব নয়। অভিভাবকদের উচিত সন্তানদের পাশে থেকে সঠিক দিকনির্দেশনা দেওয়া।”
মূল প্রবন্ধ উপস্থাপন করেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি ও বিআরপিওয়ার সহসভাপতি ইয়াসমিন গফুর, পিপিএম। তিনি প্রবন্ধে বলেন, “ইন্টারনেটের সুবিধার পাশাপাশি এর অপব্যবহার আজ শিশুদের জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। সচেতনতা ও মানসিক সহায়তার মাধ্যমে শিশুদের সঠিকভাবে বেড়ে ওঠা নিশ্চিত করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত পুলিশ সুপার ও বিআরপিওয়ার মহাসচিব মিয়া লুৎফর রহমান চৌধুরী, উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয় মাগুরা মোঃ জাকির হোসেন, এবং পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ইমাম হোসেন মো. ফরহাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা জেলার পুলিশ সুপার মিনা মাহমুদা, বিপিএম, পিপিএম। তিনি বলেন, “শিশুদের নিয়ে কাজ শুধু সরকারের নয়, এটি আমাদের সামাজিক দায়িত্বও। বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে পরিবারকে এগিয়ে আসতে হবে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ মিরাজুল ইসলাম, পিপিএম, সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল) নিশাত আল নাহিয়ানসহ মাগুরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা শিশু অধিকার ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে।