সরকারী নির্দেশনা অমান্য করে অনুমোদন ছাড়াই রাজশাহীর মোহনপুরের ওষায়েল হাটরা বিলে সেচ গভীর নলকূপ ডিপ টিউবওয়েল স্থাপন করেছে আশরাফুল ইসলাম নামের এক ব্যক্তি। এঘটনায় পাশের ডিটিডব্লিউ এর সংযোগকৃত ডিপ টিউবওয়েলের পরিচালক আব্দুস সালাম নামের ব্যক্তি উপজেলা সেচ কমিটি, রাজশাহী পল্লী বিদ্যুৎ এর মোহনপুর জোনাল অফিস ও বিএমডিএ এর কর্তপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মোহনপুর উপজেলার রায়ঘাটি ইউনিয়নের ওষায়ের হাটরা জে.এল.-১৯ মৌজায় দীর্ঘদিন যাবৎ থেকে ডিটিডব্লিউ এর সংযোগকৃত গভীর নলকূপ ডিপ টিউবওয়েল পরিচালনা করে আসছিলেন আব্দুস সালাম নামের এক ব্যক্তি। কিন্তু হঠাৎ করে গত ২৭ অক্টোবর ভোর থেকে আব্দুস সালামের আর্থিক ক্ষতি করার উদ্দেশ্যে তার ডিপ টিউবওয়েল এর পাশে সরকারি নিয়ম নীতি তোয়াক্কা না করে জোর পূর্বক ভাবে অনুমতি ছাড়াই মৃত বদের আলী ছেলে আশরাফুল ইসলাম সেচ গভীর নলকূপ ডিপ টিউবওয়েল স্থাপন করতে শুরু করে। এ ঘটনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জন্য আশাফুলের বিরুদ্ধে আব্দুস সালাম এসকল দপ্তরে অভিযোগ করেন।
অভিযোগ কারী আব্দুস সালাম বলেন, আমাকে আর্থিক ভাবে ক্ষতি করার জন্য আমার সেচ এরিয়ায় আশরাফুল অমানবিক ভাবে ডিপ টিউবওয়েল স্থাপন করতে শুরু করলে আমি নিষেধ করি। কিন্তু সে কার্যক্রম বন্ধ না করে জোর পূর্বক তার লোকজন নিয়ে স্থাপন কাজ চালিয়ে যায়। আমি আইনের প্রতি সম্মান জানিয়ে আশরাফুলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছি। আমি চাই তার ডিপ টিউবওয়েল স্থাপন কার্যক্রম বন্ধ করে আমাকে পূর্বের নেয় সেচ কার্যক্রম চালানোর ব্যবস্থা করে দেওয়া হোক।
ডিপ টিউবওয়েল স্থাপনকারী আশাফুল ইসলাম বলেন, আমি ডিপ টিউবওয়েল স্থাপন করতে চাচ্ছিলাম না, কিছু লোক আমাকে পরামর্শ দিলে আমি তাদের কথায় এখানে ডিপ টিউবওয়েল স্থাপন করার স্বীদ্ধান্ত নিই। এখন আমার সাথে অনেক মাতব্বর রয়েছে, আমি এখানে ডিপ টিউবওয়েল স্থাপন করেই ছাড়বো।
এবিষয়ে মোহনপুর বিএমডিএ এর সহকারি প্রকৌশলী জি.এফ.এম হাসনুল ইসলাম বলেন, নতুন করে ডিপ টিউবওয়েল স্থাপনের জন্য উপজেলা সেচ কমিটির অনুমোদন নিতে হয়, কিন্তু আশরাফুল নামের ব্যক্তি কাউকে না জানিয়ে ডিপ টিউবওয়েল স্থাপন করতে থাকে। ইতিমধ্যে অভিযোগের প্রেক্ষিতে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোহনপুর থানার অফিসার কে লিখিত প্রদান করেছি।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান বলেন, আব্দুস সালামের লিখিত অভিযোগের সংযুক্তকৃত কপিসহ বিএমডিএ এর কর্তপক্ষের লিখিত পত্র পেয়েছি। আমাদের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে, তদন্ত করে বিএমডিএ এর কর্তপক্ষদের সাথে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।