পার করেছি আঠারো, পেরিয়ে যাব পাড়াও এ প্রতিপাদ্য কে সামনে রেখে মোহনপুর ব্র্যাক অফিসে গ্রাজুয়েশন সিরিমনি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে গ্রাজুয়েশন স্বপ্নসারথিদের নিয়ে এ আয়োজন করেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেল্ প)।
ব্র্যাকের রাজশাহী জেলার ডেপুটি ম্যানেজার (টেকনিক্যাল) সামাউল ইসলামের পরিচালানায় উপস্থিত ছিলেন, মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া।
সার্বিক সহযোগিতায় ছিলেন, মোহনপুর ব্র্যাকের অফিসার সেল্ প মোঃ জয়নাল আবেদিন জনি।
এসময় স্বপ্নপূরণে মন দিয়ে লেখাপড়া, প্রযুক্তির ব্যবহার, স্বাবলম্বী ও আত্মবিশ্বাসী হওয়ার লক্ষ্যে ২৭ সেশনে অংশগ্রহণ শেষে ২৪ জন গ্যাজুয়েট স্বপ্নসারথিদের মাঝে সনদ, পুরস্কার প্রদান করা হয়।