শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
মাগুরা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী কাজী সালিমূল হক কামালের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ মোহনপুরে জমি বিরোধে কৃষক পরিবারে রক্তক্ষয়ী হামলা, আতঙ্কে কৃষক পরিবার রাজশাহীর মোহনপুরে পুকুর খননে বাধা দেওয়ায় ভেকুর নিচে চাপা পড়ে জুবায়ের (২৫) নামের এক কৃষক নিহত কাশিয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ বাঘায় ২১তম বিরাট ইসলামী জালসা ও খতমে ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠিত মাগুরা-১ ও ২ আসনে বিএনপি, গণ অধিকার পরিষদ ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহ। মোহনপুরে পুকুর খননে বাধা দেওয়ায় ভেকুর নিচে ফেলে যুবককে হত্যা গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৫৭২ জন পরিবেশ এবং নারী উন্নয়ন গবেষণায় পুরস্কার পেলেন পারভেজ বাবুল বিতর্কিত অঙ্গভঙ্গি করে মুকুট হারালেন মিস ফিনল্যান্ড বিয়ের আগে ব্যাচেলর পার্টি করতে শ্রীলঙ্কায় রাশমিকা! ডিপজলের বিরুদ্ধে মারধর-এসিড নিক্ষেপের সত্যতা পায়নি সিআইডি মুস্তাফিজের আইপিএলে খেলা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি সরাসরি চুক্তিতে ৬ বিদেশি ক্রিকেটারকে নিল রংপুর রাইডার্স ২০২৬ বিশ্বকাপের মোট প্রাইজমানি ৭৯৯৯ কোটি টাকা, চ্যাম্পিয়ন পাবে কত? ভেনিজুয়েলার তেলবাহী ট্যাংকার অবরোধের নির্দেশ ট্রাম্পের সুদানে ড্রোন হামলা, নিহত শতাধিক এবার ভূমিকম্পে কাঁপল সৌদি আরব বড়দিন ও থার্টিফার্স্ট নাইটে থাকবে পুলিশের বিশেষ নিরাপত্তা বাংলাদেশের হাইকমিশনারকে তলবের পর বিবৃতি, যা জানাল দিল্লি
নোটিশ :
প্রিয় পাঠক   দৈনিক মাগুরার কথা   অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর ।  বি:দ্র : এই ওয়েবসাইটের কোনো লেখা,  ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । এখানে ক্লিক করুণ Apps   আমাদের ফেসবুক পেজ "দৈনিক মাগুরার কথা" https://www.facebook.com/share/1BkBEmbALr/

মোহনপুরে জমি বিরোধে কৃষক পরিবারে রক্তক্ষয়ী হামলা, আতঙ্কে কৃষক পরিবার

নিজস্ব প্রতিনিধি / ১৪ বার পঠিত হয়েছে।
নিউজ প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ১০:২৪ অপরাহ্ণ

রাজশাহীর মোহনপুরে জমি বিরোধের জেরে কৃষক পরিবারে একাধিক দফা হামলা, নারীসহ তিনজন আহত; মামলার আসামিদের বিরুদ্ধে নতুন অভিযোগ।

রাজশাহীর মোহনপুর উপজেলার মাটিকাটা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক কৃষক ও তার পরিবারের ওপর একাধিক দফা হামলা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এসব ঘটনায় নারীসহ অন্তত তিনজন আহত হয়েছেন। গুরুতর আহত এক নারী বর্তমানে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ভুক্তভোগী কৃষক মোঃ জয়নাল আবেদীন (৪৮), পিতা- মোঃ আইনাল হক, সাং- মাটিকাটা, থানা- মোহনপুর, জেলা- রাজশাহী অভিযোগ করে জানান, অভিযুক্তরা তার প্রতিবেশী। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল, যা সময়ের সঙ্গে সঙ্গে সংঘর্ষে রূপ নেয়।

অভিযোগ অনুযায়ী, গত ১০ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ সকালে আনুমানিক ৯টার দিকে জয়নাল আবেদীনের বাড়ির সামনে থাকা একটি বেল গাছ থেকে জোরপূর্বক বেল পাড়তে যান অভিযুক্ত মোঃ রিফাত (১৯)। এতে জয়নাল আবেদীন বাধা দিলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং একপর্যায়ে মোছাঃ রজিনা (৩০) ও মোঃ রিফাত তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম হয়। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে এলে তার কন্যা মোছাঃ শিরিনা খাতুন নিলা (১৪)-কেও মারধর করে আহত করা হয়।

একই দিন দুপুর আনুমানিক ১২টার দিকে অভিযুক্তরা আবারও জয়নাল আবেদীনের বসতবাড়ির সামনে এসে গালিগালাজ শুরু করে। অভিযোগে বলা হয়, এ সময় মোঃ আঃ রশিদ (৬৫) হামলার নির্দেশ দেন। এরপর মোঃ নওশাদ (৫০) বাশের লাঠি দিয়ে জয়নাল আবেদীনকে মারধর করেন। স্বামীকে রক্ষা করতে এগিয়ে এলে তার স্ত্রী মোছাঃ সাবিনা (৩৫)-কে মোঃ মুসাদ (৪০) হাতে থাকা হাসুয়া দিয়ে মাথার বাম পাশে কোপ দেন। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। এছাড়া মোছাঃ শিল্পী (৩০) ও মোঃ এমরান (২২) বাশের লাঠি দিয়ে তাকে মারধর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে আশপাশের লোকজন ও সাক্ষীদের সহায়তায় আহতদের ভ্যানে করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত মোছাঃ সাবিনাকে ভর্তি করেন এবং জয়নাল আবেদীন এবং তার মেয়ে শিরিনা খাতুন নিলা (১৪)-কে প্রাথমিক চিকিৎসা দিয়ে রিলিজ দেন। এ মারধরের ঘটনায় জয়নাল আবেদীন বাদী হয়ে মোহনপুর থানায় মামলা দায়ের করেন। যার মামলা নং-০৬, তারিখ: ১০/১২/২০২৫ ইং। মামলাটি বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। ওই মামলার কয়েকজন আসামি জামিনে মুক্ত হয়ে আসার পর গত ১৫ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ৩টার দিকে সংঘবদ্ধভাবে তার বাড়িতে হামলা চালায়। এ সময় তারা এলোপাতাড়ি ঢিল নিক্ষেপ, অকথ্য ভাষায় গালিগালাজ এবং শাবল দিয়ে দরজা-জানালার গ্রিল ভাঙচুরের চেষ্টা করে। একপর্যায়ে তারা জয়নাল আবেদীন ও তার পরিবারকে বাড়ি ছাড়তে বলে এবং প্রাণনাশের হুমকি দেয়। পরদিন সকালে জয়নাল আবেদীন বিষয়টি থানা পুলিশকে অবগত করেন এবং একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগকারী জয়নার আবেদীন জানান, আমি, আমার মেয়ে এবং আমার স্ত্রীকে তারা গুরুতর রক্তাক্ত জখম করলে আমি এবং আমার মেয়ে প্রাথমিক চিকিৎসা নিই। আমার স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ দেওয়ার কারণে গত ১০ তারিখ হতে ১৭ তারিখ পর্যন্ত মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকার পরে ডাক্তার আমার স্ত্রীর মাথার সিটি স্ক্যান করানোর জন্য রাজশাহী মেডিকেল হাসপাতালে রেফার করেন। অভিযুক্তরা ঘটনার সাক্ষীদেরও বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছে।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার সহ এলাকার সচেতন মহল অভিযুক্তদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।

এবিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা, মুকুল চন্দ্র বলেন, মামলার পরপরই মামলার প্রধান আসামিকে গ্রেফতার করে মহামান্য আদালতে প্রেরণ করেছি। বাকি আসামিরা জামিনে রয়েছে। ভুক্তভোগী পরিবারের প্রতি সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে।


এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের সবখবর
error: Content is protected !!
error: Content is protected !!