রাজশাহীর মোহনপুরে পূজা মন্ডপ পরিদর্শন করেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এমপি পদপ্রার্থী রায়হানুল আলম রায়হান। মঙ্গলবার সন্ধ্যায় মোহনপুর সদর কেন্দ্রীয় মন্দির ও বিদ্যাধরপুর কেন্দ্রীয় মন্দির পরিদর্শন করেন তিনি।
মন্ডপ মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) জোবাইদা সুলতানা, অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি আর কে রতন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এর আগে, পি আর পদ্ধতি বাতিলের দাবিতে ও ৩১ দফা বাস্তবায়নে আগামী ৬ অক্টোবর লিফলেট বিতরণ ও গণসংযোগ সফল করার লক্ষ্যে বিকাল ৫ টার দিকে সইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতি সভা করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপির সদস্য আবু হেনা কামারুজ্জামান, মোহনপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব ও নয়ন শাহ, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য আলম সরদার, পৌর বিএনপির সাবেক সহ সভাপতি ইসহাক আলী, কেশরহাট পৌরসভা শ্রমিক দলের সাবেক সভাপতি বজরুল রশিদ, ছাত্রদলের নেতা গোলাম মুর্তজা মুন প্রমূখ।