রাজশাহীর বাগমারায় ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের আওতায় জেন্ডার ভিত্তিক সহিংসতা (GBV) প্রতিরোধে স্কুল পর্যায়ের কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বাগমারা পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০জন শিক্ষার্থীসহ কয়েকটি বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষক ও শিক্ষিকা স্কুল পর্যায়ের কর্মপরিকল্পনা প্রাদান করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম হাসান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মাদ আব্দুল মমীত, উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, স্কুল ম্যানেজমেন্ট কমিটির সদস্যবৃন্দ এবং যৌন হয়রানি প্রতিরোধ কমিটির সদস্যরা। এ ছাড়া অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
সভায় বক্তারা বলেন, “নারী ও শিশুদের প্রতি যৌন হয়রানি এবং বাল্যবিবাহ সমাজের জন্য একটি বড় ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। এসব অপরাধ প্রতিরোধে স্কুল পর্যায় থেকেই সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
‘শিখা’ প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত চার বছর মেয়াদী একটি উদ্যোগ, যা ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৯ সালের জানুয়ারি পর্যন্ত বাস্তবায়িত হবে।
রাজশাহীসহ দেশের ছয়টি জেলা—ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও বরিশালে এই প্রকল্পের কার্যক্রম চলবে।
প্রকল্পের মূল লক্ষ্য হল—শিক্ষা প্রতিষ্ঠান, গণপরিবহন, তৈরি পোশাক কারখানা ও অনলাইন প্ল্যাটফর্মে নারীদের প্রতি যৌন হয়রানি ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে শক্তিশালী ব্যবস্থা গড়ে তোলা। এ উপলক্ষে ২৭০টি শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে সচেতনতা এবং সহায়তা কর্মসূচি চালানো হবে।
এসময় ব্র্যাকের পক্ষে উপস্থিত ছিলেন, ব্র্যাকের শিখা প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার মিতা রানী সরকার, প্রজেক্ট অফিসার মোছা: আফরোজা খাতুন, প্রজেক্ট অফিসার মোতালেব হোসেন, ভলেন্টিয়ার মনিরুল ইসলাম, ভলেন্টিয়ার রেশমা খাতুন।
সভায় শিক্ষকমণ্ডলী, সাংবাদিক এবং ব্র্যাক প্রতিনিধিরা যৌন হয়রানি ও বুলিং প্রতিরোধে করণীয় বিষয়ে গবেষণালব্ধ তথ্যের আলোকে আলোচনা করেন এবং একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করেন। ‘শিখা’ প্রকল্পের মাধ্যমে স্থানীয় সরকার, জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও স্থানীয় সংগঠনগুলোকে সম্পৃক্ত করে সমাজে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা, আইনি সহায়তা ও প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করার লক্ষ্যে কাজ করা হবে বলে জানানো হয়।