রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকার খড়বোনা মহল্লায় পূর্ব শত্রুতার জের ধরে দূর্বৃত্যদের ছোঁড়া গুলিতে একজন আহত হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এই হামলার ঘটনা ঘটে। তাকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতের নাম রবিউল ইসলাম।তার বাড়ি পুঠিয়া উপজেলায় হলেও তিনি বর্তমানে মতিহার থানার ভাড়া বাসায় বসবাস করেন। তার পিতার নাম আজিজুল হক।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, খড়বোনা এলাকায় দীর্ঘদিনের পূর্ব শত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তরা রাস্তার পাশে ওঁৎ পেতে ছিল। রাত সাড়ে ৯টার দিকে রবিউল ঘটনাস্থলে পৌঁছালে তাকে লক্ষ্য করে এলোপাথারী গুলি ছোড়ে। তার শরিরে একাধিক গুলি বিদ্ধ হয়।
তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। তার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ওসি (তদন্ত) জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযুক্তদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারে পুলিশ কাজ করছে।”