রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের রাকিব এর ২ বছরের শিশু সন্তান সাজিদ আজ বুধবার (১০ শে ডিসেম্বর) দুপুর আনুমানিক সাড়ে ১২ টার সময় তার মায়ের সাথে মাঠে গেলে খড়ে ঢেকে রাখা পরিত্যক্ত গভীর নলকূপের ৫০ ফিট খাদে শিশুটি পড়ে যায়। তারপর উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছেন। গর্তের ভেতরে পাইপের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। শিশুটি অক্সিজেন নিচ্ছে এবং সাড়া দিচ্ছে বলে ফায়ার সার্ভিসের সদস্যরা জানিয়েছেন।
তবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত শিশুটি জীবিত আছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের সদস্যরা। স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে তারা।