রাজশাহীর পবা উপজেলার ১ নং দর্শন পাড়া ইউনিয়ন এর বিল ধরমপুর সরকারি প্রাইমারি বিদ্যালয় মাঠে ৭ সেপ্টেম্বর ২০২৫ইং রোজ রবিবার
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত সারা বাংলাদেশে (২৫) কোটি গাছ লাগানো কর্মসূচির অংশ হিসেবে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সহ -সম্পাদক এ্যাড.শফিকুল হক মিলন এর পক্ষ থেকে রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক জিয়াউর রহমান জনি আয়োজনে চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এমতাবস্থায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবদল যুগ্ন আহ্বায়ক কে এইচ রানা শেখ। ১নং দরর্শনপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোর্শেদ আলী মাস্টার। সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অতিথিরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিএনপি ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি যুগান্তকারী উদ্যোগ।