তথ্য প্রযুক্তির মাধ্যমে নারীর ক্ষমতায়ন প্রকল্প (তথ্য আপা–২য় পর্যায়) এর আওতায় রাজশাহীর মোহনপুর উপজেলায় বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এক বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে তথ্য আপা প্রকল্প (২য় পর্যায়), তথ্যকেন্দ্র মোহনপুর রাজশাহীর উদ্যোগে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি।
বিশেষ অতিথি ছিলেন—জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক ও অতিরিক্ত সচিব শাহানা সারমিন, যুগ্ম সচিব শাহনাজ বেগম নীনা, প্রকল্প পরিচালক, তথ্য আপা প্রকল্প (২য় পর্যায়), এস. এম. নাজিমুল ইসলাম, যুগ্ম সচিব ও উপপ্রকল্প পরিচালক, তথ্য আপা প্রকল্প (২য় পর্যায়), এবং মোছাম্মৎ হাসিনা আক্তার, উপসচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জোবায়দা সুলতানা।
এ সময় আরোও উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. হুমায়ুন কবির, মোহনপুর থানা কর্মকর্তা (ওসি) আতাউর রহমান, তথ্যসেবা কর্মকর্তা রুপালি খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া, ধুরইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, জানানাবাদ ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান আব্দুর রশিদ এবং ঘাসিগ্রাম ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলাম।
বক্তারা বলেন, তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহার নারীর সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তথ্য আপা প্রকল্পের মাধ্যমে নারীরা যেমন আত্মনির্ভর হচ্ছেন, তেমনি সমাজে বাল্যবিবাহ ও সহিংসতা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখছেন।
পরে অতিথিরা অংশগ্রহণকারী নারী ও তরুণীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এরপর তাঁরা বাকশিমইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কিশোর-কিশোরী ক্লাব পরিদর্শন করেন।
এ সময় শিক্ষার্থীরা মনোমুগ্ধকর নৃত্য, গান ও কবিতা আবৃত্তি পরিবেশন করে।