অদ্য ২৭-০৯-২০২৫ খ্রি. রোজ শনিবার বিকেল ৫ ঘটিকার সময় রাজশাহী জেলার মোহনপুর থানায়
ডেসটিনি বিনিয়োগকারী ও ক্রেতা-পরিবেশক ঐক্য ফোরাম (ডিডাফ) জেলা ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন জন্য আলোচনা করা হয়।
মিটিং এর শুরুতে কোরআন থেকে তেলওয়াত করেন মোঃ আব্দুল রাজ্জাক । সভাপতিত্ব করেন সভাপতি মোঃ ইউসুফ আলী রাজশাহী জেলা কমিটির নির্বাহী সদস্য । প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ মনিরুল ইসলাম কেন্দ্রী কমিটির সদস্য ও রাজশাহী জেলার সমন্বয়কার । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের সভাপতি জনাব মোঃ কাবেরুল ইসলাম ( সোনারুল) এবং রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক মোঃ আলাউদ্দীন মন্ডল বলেন বিগত অনেক দিন চলে গেছে রাজশাহী জেলা মোহনপুর থানা কমিটি গঠনের বিষয় নিয়ে আলোচনা করেন।
ডিডাফ রাজশাহী জেলা সমন্নয়ক মোঃ ফজলু শেখসহ নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। ডেসটিনি বিনিয়োগকারী ও ক্রেতা-পরিবেশক ঐক্য ফোরামের মোহনপুর থানার ২১ জনা সদস্যসহ কমিটি গঠন বিষয় নিয়ে সকলেই আলোচনা করেন। এসময় মোহনপুর থানা কমিটির সদস্য হলেন মোছাঃ লতা বেগম,রুমা, কহিনুর,রকিয়া,খোদেজা সাহেরা,রিতা,জোসনা,মেমজান,মনোয়ার, রোকিয়া,মোঃ ইসলাম,মালেক,আনোয়ার, মুকবুল,ইসলাম,পলাস,মমিনুল,মহসিন আলী প্রমুখ ।পরিশেষে ডেসটিনির এম,ডি মোহাম্মদ রফিকুল আমিন ও আলহাজ্ব মোহাম্মদ হোসেন স্যারের সুস্বাস্থ্য কামনা করেন। সভাপতি সবাইকে ধন্যবাদ দিয়ে সভার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করে। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন রাজশাহী বিভাগের নির্বাহী সদস্য মোসাঃ রোশনী আক্তারী লিপি।