দুয়ারে কড়া নাড়ছে রাজশাহী জেলা মিশুক- সিএনজি মালিক সমিতির নির্বাচন । নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সরগরম হয়ে উঠেছে রাজশাহী জেলা মিশুক- সিএনজি মালিক সমিতির নির্বাচনী পরিবেশ । প্রচারণা শুরু হয়েছে প্রতিটি অলিতে-গলিতে। তবে দীর্ঘদিন পরে নির্বাচনের আনন্দ বিরাজ করছে সমিতির ভোটার সহ তরুণ যুবক ও সব বয়সী মানুষের মাঝে। এবারের নির্বাচন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে বলে মনে করছেন সমিতির নতুন ভোটাররা।
সমাবেশ মিছিল মিটিংসহ বিভিন্ন প্রচার প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছেন প্রার্থীরা। সামাজিক যোগাযোগমাধ্যম সহ নির্বাচনি ঝড় উঠেছে চায়ের কাপে।
সরজমিন ঘুরে এবং মিশুক- সিএনজি মালিক শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, এবার নির্বাচনে সভাপতি প্রার্থী জয়নাল সকল আপদে বিপদে সমিতির সদস্য সহ সকলের পাশে থাকেন। সকলের প্রয়োজনে তিনি ছুটে যান সবার আগে। সমিতিকে গতিশক্তি, দুর্নীতিমুক্ত করতে জয়নাল এর কোন বিকল্প নেই। এ সব হিসেব মিলিয়ে ভোটারদের কাছে নির্বাচনি মাঠে ব্যাপক প্রচার প্রচারণা ও জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন সভাপতি পদপ্রার্থী মোঃ জয়নাল।
সিএনজি মালিক ও শ্রমিকরা জানান, মোঃ জয়নাল প্রচার প্রচারণা ও জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। আমরা মনে প্রাণে তাকেই সভাপতি হিসাবে দেখতে চাই। কারণ আমরা সবাই আস্থা রাখি যে তিনি আগেও সবার বিপদে-আপদে এগিয়ে এসেছেন ভবিষ্যতেও থাকবেন তাই আমরা জয়নাল ভাইয়ের দোয়েল মার্কা প্রতীকেই ভোট দিব এবং জয়যুক্ত করব।
এ নির্বাচন নিয়ে জয়নাল বলেন, আমি সব সময় সিএনজি মালিক ও শ্রমিকদের পাশে থেকেছি।তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছি। ইনশাল্লাহ নির্বাচিত হলে আধুনিক স্বচ্ছ ও জবাবদিহি মূলক একটি নেতৃত্ব গড়ে তুলবো সবার অংশগ্রহণে আমরা গঠন করব একটি শক্তিশালী ও কার্যকর কমিটি।