রাজশাহী তানোর উপজেলার চাঁন্দুড়িয়া বাজারের বিসিআইসি সার ডিলার মেসার্স জামান ট্রেডার্সের মালিক নুরুজ্জামান ফটিক নিজ এলাকার কৃষকদের সার না দিয়ে ৪০ বস্তা টিএসপি সার বেশি দামে অন্যত্র বিক্রি করে। এ সময় ভ্যানে সারগুলো নিয়ে যাওয়া দেখে স্থানীয়রা সেগুলোা আটকে রেখে ইউএনওকে অবহিত করে। পরে ইউএনও চান্দুড়িয়া ইউপির দায়িত্বরত প্রশাসককে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে সারগুলো জব্দ করেন। চাঁন্দুড়িয়া ইউপির দায়িত্বরত প্রশাসক উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান জানান, নিজ এলাকার কৃষকদের ফাঁকি দিয়ে স্থানীয় ডিলার বেশী দামে সারগুলো বিক্রি করে দিয়েছিলো। পরে স্থানীয়দের সহায়তায় সেগুলো জব্দ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিয়াকত সানমান বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে সারগুলো জব্দ করা হয়। আটক সারের ব্যাপারে পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে।