২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে পাশের হার ৭৭ দশমিক ৬৩ শতাংশ। আগের বছরের তুলনায় এ হার উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০২৪ সালে পাশের হার ছিল ৮৯.২৬ শতাংশ, ২০২৩ সালে ৮৭.৮৯ শতাংশ এবং ২০২২ সালে ছিল ৮৫.৮৮ শতাংশ।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ.ন.ম মোফাখাখারুল ইসলাম তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন।
২০২৫ সালে রাজশাহী শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১,৮২,৭৯২ জন। এদের মধ্যে ১,৩৯,৯৮৩ জন পরীক্ষার্থী পাস করেছে। ছাত্র ছিল ৯৪,২৫৯ জন এবং ছাত্রী ৮৬,০৫১ জন। ছাত্রদের পাশের হার ৭৩ দশমিক ৬৪ শতাংশ এবং ছাত্রীদের পাশের হার ৮২ দশমিক ১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মোট ২২,৩২৭ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্রী ১১,৯৬২ জন এবং ছাত্র ১০,৩৬৫ জন।
রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম. মোফাখখারুল ইসলাম জানায়, এবার পরীক্ষার সময় বহিষ্কৃত হয়েছে ৭ জন শিক্ষার্থী। ১০ শতাংশের নিচে পাশ করা কোনো স্কুল নেই, তবে শতভাগ পাস করা স্কুল রয়েছে ৯৯টি। রাজশাহী বোর্ডের আওতাধীন ৮টি জেলার অধীনে এবার মোট ২৬৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং মোট স্কুলের সংখ্যা ছিল ২,৬৯০টি।
ফলাফলে ছাত্রীদের সাফল্য ছেলেদের তুলনায় বেশি। বোর্ড সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ছাত্রীরা নিয়মিত পড়াশোনা, উপস্থিতি, এবং পরিবার ও শিক্ষকদের সঠিক দিকনির্দেশনার কারণে এগিয়ে আছে। এ প্রবণতা সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিকভাবে লক্ষ করা যাচ্ছে।