লালমনিরহাট জেলার গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে আন্তজেলা মোটরসাইকেল চরচক্র ৮ সদস্য গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় তাদের হেফাজত থেকে ৬ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
ডিবি পুলিশ দৈনিক নবজীবন কে জানায়,
গোপন সংবাদে ভিত্তিতে ও তত্ত্ব প্রযুক্তি সহতায় গত ২৭ সেপ্টেম্বর বিকেল থেকে ২৮ সেপ্টেম্বর ভোর রাত পর্যন্ত জেলায় কালিগঞ্জ ও হাতীবান্ধা উপজেলায় বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালানো হয়।
এ সময় প্রথমে কালিগঞ্জ বাজারে তেতুলতলা এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল কেনা বেচার সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হাতীবান্ধা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরো ৬ জনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন,
১. মোঃ মকবুল হোসেন। (৩৪) কালিগঞ্জ লালমনিরহাট। ২. মোঃ মিলন মিয়া (৩০ )গংগাচড়া রংপুর,
৩. মোঃ রাকিব হোসেন (২৩)
৪. মোঃ সোহেল রানা সাবু (২৪ )
৫. মোঃ মাসুদ রানা (২২)
৬. মোহাম্মদ আল-আমিন, (২২))
৭. মোঃ জাহিদ ইসলাম (১৮)
৮. মোঃ রহমত উল্লাহ, (১৮)
ডিবি পুলিশের অভিযানে উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলো হল,
ডিসকভার ১২৫ সিসি ( লাল কালো নাম্বার বিহীন,)
অ্যাপাচি ৪ বি ১৫০ সিসি,( সাদা নীল)