রাজশাহী মহানগরের বোসপাড়া নিবাসী মোসা: শাকিলা ফরহাদ বানু ওরফে শাকিলা, আরাফাত রহমান কোকো ক্রীড়াচক্র’র ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত হয়েছেন । সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন এইচ,এম বেলায়েত।
২০২৫ ইং সালের জুনের প্রথম সপ্তাহে রাজধানী ঢাকায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিএনপির কেন্দ্রীয় নেতা কর্মীর উপস্থিতিতে তাকে এই সভাপতি মনোনীত করা হয়।
বিশিষ্ট সমাজ সেবক ও প্রধান শিক্ষিকা মোসা: শাকিলা ফরহাদ বানু ওরফে শাকিলা , রাজশাহীর স্থায়ী বাসিন্দা,তিনি সমাজের বিভিন্ন উন্নয়ন মূলক কাজে বেশ ভাল অবদান রেখেছেন ।
তিনি ও তার সহযোগীদের সাথে করে অনেক ত্যাগ স্বীকার করে, বলতে গেলে তিনিই প্রথম ভিত স্থাপন করেছেন একটি স্কুলের।যার প্রধান শিক্ষিকা হিসেবে দায়িত্ব ও কর্তব্য পালন করছেন। তারমত মহিয়সী নারী আমাদের সমাজে আজকাল খুবই কম চোখে পড়ে।তিনি জানান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার প্রিয় ব্যক্তি । প্রায় দুই দশক ধরে বিএনপির রাজনীতির সাথে যুক্ত। তাঁকে আমাদের রাজশাহী তথা উত্তর বঙ্গের গর্ব বলে জানান রাজশাহীর বিশিষ্ট নাগরিকগণ।
তিনি জানান, মরহুম আরাফাত রহমান কোকো’র স্ত্রী শর্মিলী রহমান তাকে সভাপতি হিসেবে দায়িত্ব দেন।
এদিকে, শাকিলা আরাফাত রহমান কোকো ক্রীড়াচক্রের ভারপ্রাপ্ত সভাপতি মনোনিত হওয়ায় রাজশাহীর বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশেষ করে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী পাশাপাশি অনেক পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠন শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সুস্থ্য ধারার রাজনীতি দেশে চালু হোক এরকম মানসিকতার যে কজন ব্যক্তি আছে তাদের মধ্যে শাকিলা ফরহাদ বানু অন্যতম বলেও অনেক পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠন শুভেচ্ছা,অভিনন্দন জানিয়েছেন ও তার দীর্ঘায়ূ কামনা করেছেন।