রাজশাহীর দুর্গাপুরে র্যাবের অভিযানে ইয়াবাসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৮ জুলাই) রাত ১২টা ১০ মিনিটে উপজেলার হাটকানপাড়া বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব-৫, সিপিএসসি এর আভিযানিক দল।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. সোহেল রানা (৪৫)।তিনি দুর্গাপুর উপজেলার বখতিয়ারপুর গ্রামের মৃত মেছের সরকারের ছেলে।
র্যাব জানায়, তার পরিহিত শার্টের বুক পকেট থেকে ১৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।এ সময় একটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ডও জব্দ করা হয়।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল রানা স্বীকার করেছে, সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করত।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব-৫ এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, “গ্রেপ্তার আসামির বিরুদ্ধে দুর্গাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।”
দেশব্যাপী মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র্যাব।