সাতক্ষীরার শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি যীশু নাম আশ্রমে বৃহস্পতিবার(২৫ডিসেম্বর) বড় দিন উপলক্ষে সন্ধ্যায় প্রার্থনা, মোমবাতি প্রজ্জলন, আলোচনাসভা, বাইবেল পাঠ সহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যীশু নাম আশ্রমের প্রধান ফাদার লুইজি পাজ্জির পরিচালনায় প্রার্থনা, বাইবেল পাঠ ও আলোচনাসভা করা হয়।
এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল ওহাব, সামসের পরিচালক কৃষ্ণ পদ মুন্ডা, শ্রীফলকাটি প্রস্তাবিত আশরাফ ইব্রাহিম মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি গ.ম আব্দুস সালাম আযাদ, শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়ের প্রভাষক দিপংকর বিশ্বাস, রাম প্রসাদ মুন্ডা প্রমুখ।
দিবসটি উপলক্ষে যীশু নাম আশ্রমটি বর্ণিল সাজে সজ্জিত করা হয়।
এছাড়া বড়দিন উপলক্ষে শ্যামনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যীশু নাম আশ্রমের ১০ জন শিশুর মধ্যে বুধবার সন্ধ্যায় শীতবস্ত্র বিতরণ করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাশেদ হোসাইন, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান, উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান প্রমুখ।শ্যামনগর যীশু নাম আশ্রমে বড়দিন উপলক্ষে শীতবস্ত্র বিতরণ করছেন ইউএনও শামসুজ্জাহান কনক।