সদর উপজেলার বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন:
১১ ডিসেম্বর ২০২৫ তারিখ জেলা প্রশাসক, মাগুরা জনাব মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ সদর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সকল সরকারি দপ্তরের ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন। এরপর তিনি আঠারোখাদা ইউনিয়ন পরিষদ অফিস পরিদর্শন করেন এবং ইউনিয়ন পরিষদের সার্বিক প্রশাসনিক ব্যবস্থাপনা, নাগরিক সেবা, অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা ইত্যাদি পর্যবেক্ষণ করেন। পাশাপাশি, আঠারোখাদা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনকালে ভূমি রেকর্ড, দলিল প্রক্রিয়া, নাগরিক আবেদন ও দ্রুত সেবা প্রদান নিশ্চিতকরণের জন্য কর্মকর্তাগণের সাথে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক সরকারের নীতি মেনে সদর উপজেলার সার্বিক উন্নয়ন, জনগণের সেবা ও সরকারি কার্যাবলির স্বচ্ছতা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীলতার সাথে কর্মসম্পাদনের প্রতি গুরুত্বারোপ করেন।
এরপরে তিনি মাগুরা আব্দুল গণি একাডেমি স্কুল পরিদর্শন করেন। এসময় তিনি বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ও পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন।