সাংবাদিককে মোবাইলে হুমকি ও যুবদলের নাম ভাঙিয়ে ভয়ভীতি
বোয়ালিয়া থানায় জিডি, কঠোর হুঁশিয়ারি যুবদলের
স্টাফ রিপোর্টার
রাজশাহীতে সাংবাদিক তন্ময় দেবনাথকে মোবাইল ফোন (০১৯৭৩-২৫০৫৩৫) এই নম্বর থেকে হুমকি প্রদান এবং নিজেকে রাজশাহী মহানগর যুবদলের নেতা পরিচয় দিয়ে ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফুল ইসলাম জনি। এ ঘটনাকে সাংবাদিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সরাসরি আঘাত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মোঃ শরিফুল ইসলাম জনি বলেন, যুবদলের নাম ব্যবহার করে যে ব্যক্তি সাংবাদিককে হুমকি দিয়েছে, তার সঙ্গে রাজশাহী মহানগর যুবদলের কোনো ধরনের সাংগঠনিক বা রাজনৈতিক সম্পৃক্ততা নেই। ওই ব্যক্তি একজন প্রতারক ও ভুয়া পরিচয়ধারী। তার কোনো কর্মকাণ্ডের দায় রাজশাহী মহানগর যুবদল বহন করবে না-এ বিষয়ে অবস্থান সম্পূর্ণ পরিষ্কার ও আপসহীন।
তিনি আরও বলেন, রাজশাহী মহানগর যুবদলের একটি বৈধ ও স্বীকৃত ৯১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি রয়েছে। এই কমিটির বাইরে থেকে কেউ যুবদলের নাম ভাঙিয়ে হুমকি, চাঁদাবাজি, প্রভাব বিস্তার, অন্যায়-অনিয়ম বা জবরদখলের চেষ্টা করলে তার বিরুদ্ধে শুধু নিন্দা নয়-আইনানুগ সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের অপকর্মে যুবদলের কোনো প্রশ্রয় নেই, ভবিষ্যতেও থাকবে না।
রাজশাহী মহানগরের সাধারণ জনগণ, সাংবাদিক সমাজ ও বিভিন্ন প্রতিষ্ঠানকে সতর্ক করে তিনি বলেন, যুবদলের নাম ব্যবহার করে কেউ যদি আতঙ্ক সৃষ্টি করে বা ভোগান্তির কারণ হয়, তাহলে তাৎক্ষণিকভাবে যুবদলের শীর্ষ নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হচ্ছে। অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
এদিকে সাংবাদিক তন্ময় দেবনাথকে হুমকির ঘটনায় দৃঢ় ও সাহসী অবস্থান গ্রহণ করায় রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফুল ইসলাম জনিকে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়েছে।
জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধ করার চেষ্টা মানেই গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি হামলা। যারা সাংবাদিককে হুমকি দিয়ে মুখ বন্ধ করতে চায়, তারা রাষ্ট্রীয় আইন ও সংবিধানের শত্রু। এ ঘটনায় জিডি দায়ের একটি ইতিবাচক ও সময়োপযোগী পদক্ষেপ।
সংস্থাটি স্পষ্ট ভাষায় দাবি জানায়-হুমকিদাতা ও যুবদলের নাম অপব্যবহারকারী সকল অপরাধীর বিরুদ্ধে দ্রুত, কঠোর ও দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। কোনো রাজনৈতিক পরিচয় কিংবা নাম ভাঙিয়ে অপরাধ করার সুযোগ এই রাষ্ট্রে থাকতে পারে না।