পশ্চিম সুন্দরবন সাতক্ষীরারেঞ্জের আওতায় সুন্দরবন থেকে নদী পার হয়ে লোকালয়ে চলে আসা একটি হরিণ উদ্ধার করেছে বনবিভাগ সদস্যবৃন্দ। পর হরিণটি সুন্দরবনে অবমুক্ত করা হয়।
বনবিভাগ ও ভিটিআরটি সুত্রে প্রকাশ বৃহস্পতিবার(২৫ ডিসেম্বর) সকাল ৮টার দিকে সুন্দরবন থেকে খোলপেটুয়া নদী পার হয়ে শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন দ্বীপ ইউনিয়ন গাবুরার দৃষ্টিনন্দন প্রকল্পের নদীর চরে চলে আসে। স্থানীয়রা দেখতে পেয়ে বনবিভাগকে সংবাদ দিলে পরবর্তীতে হরিণটি কৌশলে উদ্ধার করে বনবিভাগ সুন্দরবনের কলাগাছিয়ায় অবমুক্ত করেন।
বনবিভাগ বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন সকালে সুন্দরবন থেকে একটি মেয়ে হরিণ নদী পার হয়ে লোকালয়ে গাবুরার দৃষ্টি নন্দন প্রকল্পে চলে আসে পর বনবিভাগ, সিপিজি ও ভিটিআরটি সদস্যবৃন্দের অংশ গ্রহণে উদ্ধার করে হরিণটি প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ অবস্থায় সুন্দরবনের কলাগাছিয়া অবমুক্ত করা হয়। তিনি বলেন ধারণা করা হচ্ছে বাঘের তাড়া খেয়ে হরিণটি লোকালয়ে চলে এসেছে। অবমুক্তকালে উপস্থিত ছিলেন বনবিভাগ বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান ও অন্যান্য সদস্যবৃন্দ, কলাগাছিয়া বনটহল ফাঁড়ির ইনচার্জ ফরেষ্টার শিবেন মজুমদার, সিপিজি ও ভিটিআরটি সদস্যবৃন্দ।
সুন্দরবন সাতক্ষীরারেঞ্জে লোকালয়ে চলে আসা হরিণটি উদ্ধার পূর্বক সুন্দরবনে অবমুক্ত।