৪০ বস্তা ভেজাল টিএসপি সার মজুদের অপরাধে কীটনাশক বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা
মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতি ইউনিয়ন এর বটতলা বাজারস্থ ৪০ বস্তা ভেজাল টিএসপি সার মজুদের অপরাধে বিজন বিশ্বাস নামক এক কীটনাশক বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অভিযানরত টিম।
মঙ্গলবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪১ ধারা মোতাবেক এই জরিমানা করেন।
এসময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) এম সাব্বির হাসান, এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ আবুল হাসনাত, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ মাহিরুল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার মশিয়ার রহমান সহ প্রমূখ।
উপজেলা কৃষি অফিসার গণমাধ্যমকে জানান, কীটনাশক বিক্রেতা বিজন বিশ্বাসকে অবৈধ টিএসপি সার রাখার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, আগামীতেও সারের অবৈধ মজুদদারদের বিরুদ্ধে এমন অভিযান অব্যহত থাকবে।