কেশবপুরের সাগরদাঁড়ি ইউনিয়নের ১ হাজার ৬০ জন সুবিধাভোগীর মাঝে ভাতার কার্ড বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে সহস্রাধিক সুবিধাভোগী হাজির হন।
ব্যতিক্রমধর্মী এ আয়োজনের মধ্য দিয়ে ওই ইউনিয়নের বিধবা, বয়স্ক ও স্বামী পরিত্যাক্তাদের কাছ থেকে ভোটার আইডি কার্ড, ছবিসহ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা হয়। সাগরদাঁড়ি ইউনিয়নের চিংড়া গ্রামের ডাক্তার জনাব আলীর সভাপতিত্বে ও পরিষদের ভারপ্রাপ্ত সচিব শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুর রহমান মুক্ত। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, কাদের মোল্যা, ফজলুর রহমান বিশ্বাস, আনোয়ার আলী, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুস সবুর, মেম্বার মহব্বত আলী, সংরক্ষিত আসনের মেম্বার কবিতা খাতুন, মনোয়ারা বেগম, রেজাউল ইসলাম প্রমুখ।